অবস্থান
[Location]
- স্বাভাবিকভাবে যে যেখানে রয়েছে সেটিই তার অবস্থান ।যেমন - কারো অবস্থান মাটিতে ,কারো পানিতে ,কারো বাজারে ,কারো ঘরে, কারো মাঠে ইত্যাদি।কিন্তু পদার্থবিজ্ঞানে অবস্থানের আরো সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে।মনে করো তুমি ঘরে আছো বলে যে তোমার অবস্থান পুরো ঘর জুড়ে হবে তা নয়।কারন তুমি ঘরের কিছু অংশে রয়েছো ।আর সেটিই হবে তোমার অবস্থান।
- সুতরাং ভৌতজগতে যে যেখানে যতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটিই তার অবস্থান।
- সাধারনত আমরা কোন নির্দিষ্ট কোন কিছু তথা প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করে কোন কিছুর অবস্থান ব্যাখ্যা করি।
- অবস্থান ব্যাখ্যা করতে মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় তাই অবস্থান একটি ভেক্টর রাশি।
[info title="সম্পর্কিত পাঠ" id="myboxb"]⏹প্রসঙ্গ বিন্দু
⏹পদার্থবিজ্ঞান
⏹সাপেক্ষ
⏹ভেক্টর রাশি
[/info]
একটি মন্তব্য পোস্ট করুন