সাপেক্ষ

[img src="https://drive.google.com/uc?id=1RD6SIlQtz2d_O1qGET9hJgvIvChSxGIk" /]
এই ছবিটিই সাপেক্ষে অর্থ বোঝাতে সক্ষম। প্রথমজনের সাপেক্ষে নম্বরটি 6, ২য়জনের সাপেক্ষে নম্বরটি 9। কাউকেই ভুল বলার অবকাশ নেই। দুজনেই সঠিক।


সাপেক্ষে শব্দের অর্থ এক শব্দে বলতে হলে তা "পরিপ্রেক্ষিতে" বা "প্রেক্ষাপটে" বলা যায়। সাপেক্ষে শব্দটি আসলে নির্দিষ্ট ঘটনার বিভিন্ন সিদ্ধান্তকে বিভিন্ন দৃষ্টিকোণের ভিত্তিতে চিহ্নিত করতে ব্যবহৃত হয়।




[update title="উদাহরণ" icon="info-circle"]
পৃথিবীর সাপেক্ষে সূর্যকে পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান মনে হয়। কারণ, গতিতত্ত্ব মেনে,কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে নিজ ক্ষেত্রকে স্থির মনে হয়, একই সময়ে তার চারপাশের বস্তুকে গতিশীল মনে হয়। পৃথিবী তার অভ্যন্তরীণ সকল বস্তুকে নিয়ে ঘূ্ণায়মান। তাই পৃথিবীর ঘূর্ণনটা পৃথিবীর অভ্যন্তরীণ সবকিছুর সাপেক্ষে স্থির মনে হচ্ছে। অর্থাৎ পৃথিবী —তার অভ্যন্তরীণ বস্তু বা মানুষের সাপেক্ষে স্থির


কিন্তু আদতে, পৃথিবী ঘূর্ণায়মান, সূর্যের সাপেক্ষে। সূর্যের দৃষ্টিকোণ বা অবস্থান থেকে দেখলে, পৃথিবী গতিশীল।একই সময়ে একই বস্তু দুই ধরণের অবস্থান থেকে পর্যবেক্ষণ করলে যদি ভিন্নতা পাওয়া যায়, তবে ঘটনাটি ব্যাখ্যা করতে সাপেক্ষে শব্দটি ব্যবহৃত হয়।




[/update][success title="সহজ কথায়" icon="check-circle"]
সাপেক্ষে শব্দটি তুলনা করা অথবা অন্য কারো উপর নির্ভরশীল থাকাকে বোঝায়।যেমন : গাড়ীটি ট্রেনের সাপেক্ষে গতিশীল,, এখানে গাড়ির সাথে ট্রেনের গতির তুলনা করা হয়েছে।


অর্থাৎ একটি ব্যাক্তি বা বস্তু কে আদর্শ ধরে অন্য কোন ব্যাক্তি বা বস্তুর তুলনা করতে সাপেক্ষ শব্দটি ব্যাবহার করা হয়।




[/success]


[info title="সম্পর্কিত পাঠ" id="myboxb"]⏹প্রসঙ্গ বিন্দু
গতিশীল বস্তু
স্থিতিশীল বস্তু[/info]


একটি মন্তব্য পোস্ট করুন

[facebook]
[img width="100%" src="https://drive.google.com/uc?id=1vsT5JS4lBdu8G5okHj-0BbdUyf-a01sY"][/img]

Content from

BD SMART BOOK || POWERED BY:ALOR DISHARY IDEAL SCHOOL

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget

মোট পৃষ্ঠাদর্শন