আমাদের আশেপাশের অনেক বস্তুই আছে যেগুলো যেখানে আছে
সবসময় সেখানে থাকে না ।সময়ের সাথে সাথে সেগুলো অবস্থানের
পরিবর্তন করে ।আর এ পরিবর্তন যতক্ষন ঘটতে থাকে ততক্ষন সে
গতিশীল হিসেবে বিবেচিত হয়।
যে বস্তু সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করে তাকে গতিশীর
বস্তু বলে ।
যেমনঃ চলন্ত মাছ, চলন্ত পিঁপড়া, ইত্যাদি।
একটি মন্তব্য পোস্ট করুন