গতি শব্দটি দ্বারা গতিশীল বস্তুর অবস্থা বোঝানো হয় ।মনে করি কোন বাসের গতি প্রতি সেকেন্ডে ১০মিটার এবং কোন সাইকেলের গতি সেকেন্ডে ১ মিটার ।এখানে বাস এবং সাইকেল উভয়ে গতিশীল কিন্তু কতটুকু গতিশীল অর্থ্যাৎ তাদের গতিশীলতার অবস্থা তথা পরিমান বোঝা যায় তাদের গতি থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন