স্থিতি বা গতি

স্থিতি বা গতি

[Rest or Motion ]

  • স্থিতি শব্দটি ব্যবহৃত হয় কোন কিছুর স্থির অবস্থা (Situation) নির্দেশ করার জন্য
  • গতি শব্দটি ব্যবহৃত হয় কোন কিছুর চলমান অবস্থা (Situation) নির্দেশ করার জন্য।
[error title="উদাহরন" id="mybox01"]যেমন একটি গাড়ির মধ্যে স্থিতি কাজ করছে বা বিরাজ করছে বলতে বোঝায় গাড়িটি এমন পরিস্থিতিতে ( অবস্থায় ) আছে যে এটি অবস্থান পরিবর্তন করতে পারছে না বা করছে না।আবার যদি বলা হয় গাড়িটির মধ্যে গতি কাজ করছে তবে আমরা ‍বুঝতে পারি যে গাড়িটি এক মূহুর্তও নির্দিষ্ট অবস্থানে থাকতে পারছে না বা থাকছে না।

[/error]
[info id="myboxg"][info id="সংঙ্গা" style="background:darkgreen;text-align:center;"]সংঙ্গা[/info]
👉যদি কোন কিছু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না করে তবে তার সে অবস্থাকে স্থিতি বলে।
👉এক কথায় স্থির বস্তুর অবস্থাকেই স্থিতি বলে।

👉যদি কোন কিছু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন করতে থাকে তবে তার সে অবস্থাকে গতি বলে।
👉এক কথায় চলমান বা গতিশীল বস্তুর অবস্থাকেই গতি বলে।
[/info]
[info title="যেভাবে বুঝতে পারি" id="myboxm"]
কোন বস্তুর মধ্যে গতি রয়েছে না কি স্থিতি রয়েছে তা আমরা তখনই বুঝতে পারি যখন ঐ বস্তুটিকে কোন প্রসঙ্গ বস্তুর অবস্থানের সাপেক্ষে মিলিয়ে নেই ।
যেমন লঞ্চে তোমার পাশে বসে থাকা বসে থাকা ব্যাক্তির সাপেক্ষে তুমি অবস্থান পরিবর্তন করছ না তখন তোমার মনে হবে তোমার মধ্যে স্থিতি কাজ করছে।কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিটির সাপেক্ষে তুমি অবস্থান পরিবর্তন করছ ।তাই ঐ ব্যাক্তির সাপেক্ষে মনে হবে তোমার মধ্যে গতি কাজ করছে।
[/info]
[info title="সম্পর্কিত পাঠ" id="myboxb"]⏹ অবস্থান
⏹ স্থিতিশীল বস্তু
গতিশীল বস্তু
প্রসঙ্গ বিন্দু
⏹ আপেক্ষিক গতি বা স্থিতি
পরম গতি বা স্থিতি
[/info]

একটি মন্তব্য পোস্ট করুন

[facebook]
[img width="100%" src="https://drive.google.com/uc?id=1vsT5JS4lBdu8G5okHj-0BbdUyf-a01sY"][/img]

Content from

BD SMART BOOK || POWERED BY:ALOR DISHARY IDEAL SCHOOL

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget

মোট পৃষ্ঠাদর্শন