( Base quantities )
🎯যে সব রাশি পরিমাপ করতে অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল, সে সব রাশিকে মৌলিক রাশি বলে।
যেমনঃ দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
📗 ১৯৬০ সালে অনুষ্ঠিত বিজ্ঞানীদের যৌথ সম্মেলনে নিম্নোক্ত সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে নির্ধারণ করা হয়।
মৌলিক রাশি | ইংরেজী | প্রতীক |
ভর | Mass | m |
সময় | Time | t |
দৈর্ঘ্য | Length | l |
তড়িৎ প্রবাহ | Electrical current | I |
তাপমাত্রা | Temperature | θ |
পদার্থের পরিমাণ | Amount of substance | mol |
দীপন তীব্রতা | Luminous intensity | Iv |
◼️লব্ধ / যৌগিক রাশি
◼️পরিমাপ
একটি মন্তব্য পোস্ট করুন