google link Input your url.. copy...
পদার্থবিজ্ঞান কেন গুরত্বপূর্ণকথায় আছে -“Knowledge is power” অর্থ্যাৎ জ্ঞানই শক্তি ।আর এই জ্ঞান যখন কোন বিশেষ জ্ঞান হয়ে যায় তখনই আমরা সেটাকে বলি বিজ্ঞান । লক্ষ্য কর এখানে বিজ্ঞানের যে শাখাটিতে পদার্থ ও শক্তি সম্পার্কিত আলোচনা করা হয় সেটিই হলো পদার্থ বিজ্ঞান । মজার ব্যাপার হলো আমাদের এ ভৌতজগতের প্রায় সবকিছুই হয় পদার্থ না হয় শক্তি । এদিকে
যেহেতু আমাদের সমস্যা সমাধানের প্রয়োজনেই বিজ্ঞানের সৃষ্টি তাই পদার্থ
বিজ্ঞান পড়লে তুমি প্রায় সবধরনের সমস্যাগুলো সমাধানে পারদর্শী হয়ে উঠবে এবং
বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকার কারনে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে
ইনশাআল্লাহ। |